মাওলার এশকের মামেলা বুঝে সাধ্য আছে কার।
এশকেতে মজিয়া প্রভু সৃজিল সংসার।।
আশেকিয়া এশকের জোরে, অঘটন ঘটাতে পারে।
মেয়ে মানুষ পুরুষ করে বোগদাদে প্রচার।।
করণেতে ওয়াজ করণী, নবীর দন্ত পড়ে শুনি।
সর্ব্ব দন্ত ফেলে দিল, এশকে আপনার।।
এশক বাজি সহজ নয়, ডাকাত আওলিয়া হয়।
সাক্ষী আছে নেজামুদ্দিন আওলিয়ার সরদার।।
তিন বার ছত্রিশ বছর, শেখে ফরিদ সাধনা করে।
এশকের জোরে নয়ন ধারে হয়েছে নাহার।।
রমেশ বলে ভাবি মনে, সাধনা হয়না এশক বিনে।
শুকনা গাছে ফুল ফুটেনা করনা বিচার।।