মাগো তুমি জগৎ মাতা
শুনি সৃষ্টির জন্য জারি করেন ক্ষমতা।।
সৃষ্টির প্রলয় আদায় করে, অচিন মানুষ চিনবার তরে
পাপ পুণ্য জগতে দিয়ে খোদাকে করলেন জগৎ কর্তা।।
মা পতি বলছে ছাদেক ভাবে, সে কথা কি জানবে জীবে
বলতে মানা আছে তবে, সে খোদা ছিলেন সেথা।।
মা বিম্বু আকার ছিল যখন, খোদা ছিল তার সাথে মন
খোদা আটকা পলো তার ভিতরে, মা বলে ডাকলেন খোদা।।
ফকির চাঁদের এই রচনা, মা আগেতে কেউ ছিল না
গোপন কথা বলতে মানা, পতি-পুত্র ছিলেন খোদা।।