মাগো তোমার অভাব কিসে হয়।
‘পুরুষ-প্রকৃতি’ ভাব মা দুই অঙ্গেতে জানা যায়।।
মা কি জন্যেতে সৃষ্টি কর, পাপ পুণ্যের দাও বিচার।
তোমার সাধ্য বোঝা কারো, পেল না তার পরিচয়।।
খোদা কেনে মা বোল বলে, খোকা কিনা তোমার ছেলে।
তুমি কেনে পতি বলিলে, খোকা তোমার কেবা হয়।।
বলো যদি নানা মতে, সাধ্য কিবা তাই বুঝিতে
এই দুনিয়ার ভাব খোদার হতে, ভবে জাহের পুশিদায়।।
শুনি কৃতি-কর্ম সকল তোমার, এসব তো এলাকা খোদায়
ফকির চাঁদ বলে কি অবতার দু’জনার ভিতরে রয়।।