ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

মাটির দেহ খাটি কর, খোল তোমার দ্বিল-কোরান।
বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষ্য দিচ্ছে বেদ পুরান।।

আমি শব্দে কে-বা হয়, নিঃশব্দে কি কথা কয়
যম কেথায় বসে রয়, কইবা থাকে পঞ্চপ্রাণ,
গুরুর সঙ্গ স্বভাব নিয়া নিগূঢ় তত্ত লও খুজিয়া
বিশ্ব-বিঞ্জান পাঠ করিয়া, সকলকেই দেখ সমান।।

বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ
হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন-বান,
অন্তরে মিশিবে তবে আর না আসিবে ভবে
সঙ্গীরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে যাবে উজান।।

কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা
জীন থাকতে গেছে মারা, স্বর্গ-নরক এক সমান,
ভয় থাকেনা তার অন্তরে, ডুব দেওগে প্রেম সাগরে
পাথরে কি ঘুণে ধরে? জালাল উদ্দীন কথা মান।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!