মঙ্গলচণ্ডীকা তুমি অতি দয়াবতী।
সিদ্ধিদাত্রী সন্তোষী মা রূপে রূপবতী।
উপবিষ্ট রহিয়াছে স্বর্গ পদ্মাসন।
স্বর্ণ পালঙ্কেতে বসি কর আলাপন।।
চার হস্ত তব মাতা রূপে রূপবতী।
সুন্দর গঠন তব দাওগো সুমতি।।
এক হাতে ত্রিশূল অন্য হাতে তরবারি।
মাথায় স্বর্ণ মুকুট দেখিতে মাধুরী।।
এক হাতে বরাভয় ভক্তদের দাও।
অন্য হাতে খাদ্য দিয়া উদর পরাও।।
মঙ্গল ঘট দিয়া জীবে কর ত্রাণ।
কৃপা দৃষ্টি দিয়া তুমি শান্তি কর দান।।
কর্ণেতে কুণ্ডল তব কণ্ঠে দোলে হার।
পদেতে নুপুর শোভে অপূর্ব বাহার।।
বাসনা পূরণ কর যে করে পূজন।
সর্বজনে দাও তুমি যশ, অর্থ, ধন।।
গণেশ তনয়া বলে বাংলাদেশে জানে।
সন্তোষী মাতা রূপে তোমাকে সকলে মানে।।
কৃপা করি পাই যেন তোমার আদেশ
তব পদে মতি যেন থাকে অবশেষে।।