চলে এস আমার সাথে মাতোয়ারা প্রেমের দেশে
মন উল্লাসে হেথায় বসে তার। দেখা পাইবে তুমি।।
কেউ বলে ঐ ইহকালে সবের ভাল নারীর মুখ
কারও মতে ভবিষ্যতে স্বর্গ পাওয়াই পরম সুখ,
ছেড়ে দিয়া এসব কথা নগদা হিসাব মিলাও হেথা
নেপথ্যে না ঘোরাও মাথা পার হয়ে যাও মরুভূমি।।
নাই। যেখানে বাদশা গোলাম ধনী কাঙ্গাল ভেদাভেদ
সেই দেশে যাও শুদ্ব হইয়া সা করিয়ামনের ক্লেদ,
থাকবে তবেই পরম সুখে সাহস নিয়ে চলর বুকে
রাখ সদা মনে মুখে আছেন গুরু অন্তর্যামী।।
আশার এই মোহিনী মায়ায় জগতকে আজ নিছে টেনে
পূনর্বাসন হয়বা কয়জন দেখনা এই ত্রিভুবনে,
শুধু এক নেশায় মাতিয়া জীবন নদী পারি দিয়া
জালাল কোথায় যাও চলিয়া লইয়া তোমার ঐ পাগলামি।।