রং মাখিয়া সঙ্ সাজিয়া
মাত্র দুই দিন নাটক হয়
আর নিশি নাই, চল দেশে যাই
শেষ হইয়াছে অভিনয়।।
কেউ রাজা, কেউ প্রজা,
কেউ ফকির, কেউ হয় বাদশা
কালে সবার একই দশা
নাটক শেষে কেউ কারো নয়
আর নিশি নাই,চল দেশে যাই
শেষ হইয়াছে অভিনয়।।
কেহ ভগ্নি কেহ ভ্রাতা
কত রঙ্গের অভিনেতা
কেউ বা সাজে মাতাপিতা
আদর করে কুলে লয়
আর নিশি নাই, চল দেশে যাই
শেষ হইয়াছে অভিনয়।।
রং বেরঙ্গের পোষাক পরি
মঞ্চে উঠে নাটক করি
সময় হলে যাবে ছাড়ি
নিশি যখন প্রভাত হয়
আর নিশি নাই,চল দেশে যাই
শেষ হইয়াছে অভিনয়।।
যার যেই সাজ সজ্জা
তেজে চলে যায় সব একই সাজে
মাতাল রাজ্জাক এ নাটক মঞ্চে করল কানার অভিনয়
আর নিশি নাই, চল দেশে যাই
শেষ হইয়াছে অভিনয়।।