মাধবী বনে বন্ধু ছিল সই লো
মাধবী বনে বন্ধু ছিল সই লো,
বন্ধু আমার কেলে সোনা কোন্ বনে লুকালো।।
মাধবীতলায় গায়
মাধবীলতার ছায়,
দেখ দেখ সব লতায় পাতায়
বন্ধুরূপে আলো।।
কৃষ্ণপ্রেমের এমনি ধারা
করলো আমায় পাগলপারা,
হলাম জাতি কুল মান হারা
এ কেমন জ্বালা হলো।।
নাম ধরে বাজায় বাঁশি
অকুল বিজনেতে বসি,
ঐ শোন কি বলে বাঁশি
কোন্ বনে বাজলো সই লো।।
আমায় দিয়েছে ফাঁকি
প্রাণটা শুধু আছে বাকি,
ফকির লালন কয়, বন্ধুর লাগি
অন্তর পুড়ে ছাই হলো।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….