মানতটিনীর কূল ভেঙ্গে সই জলে ভাসে বাঁধা ঘর
পড়বে না সেই ভাঙ্গন কূলে চর;
তখন কূলহারায়ে অকুল নীরে ফিরেছি দিকগিন্তর।।
গাঙ্গেরকূল সই ভাঙ্গে যদি চর পরে দিন কয়েক পর,
ভাঙ্গা মনের কূলে ফুলে ওঠে কূলভাঙ্গা ঢেউ নিরন্তর।।
দেহের ক্ষত সারে কতো প্রলেপ দিলে ঘায়ের পর,
পোড়া মনের ক্ষত সারে না তো জন্মজন্মান্তর।।
মাটির খাদ ভরে ওঠে সই মাটি পরে মাটির পর,
ভাঙ্গা মনের খাদ ভরে না কভু করে না শাসনের ডর।।
জলের দাগ জলে মেশে সই মনের দাগ রয় চিরতর
পাগল বিজয় বলে সে দাগ যায় না জনম-মরণের পর।।