মানব দেহ গেলে সুখ ফুরাবে, চির দু:খ সঙ্গে যাবে
মন তুই সুখের ব্যাপারে করলি না-রে
দু:খ বিনে সুখ কোথায় পাবে।।
আমার মন ষোল দাঁড়ের পানসিখানা
ষোল আনা সুখ বোঝাই করে, মন বেপারী ভবে আলি
কৃষ্ণ সুখের কারবারে, পূর্ণ ভরা শূন্য করলি
তিন তাসের এক খেলা করে।।
আমার মন কৃষ্ণ সুখ দিবি বলে, এসেছ করার দিয়ে
কোথায় কৃষ্ণ কোথায় বিষ্ণু, নিজেই কৃষ্ণ হয়ে পলে
ব্যাঙ হয়ে সাপ খেলতে গেলে, হা করে নাও গিললো সাপে।।
আগেই তুই থামা থামা পাগলী থামা, সাধু মহতের সঙ্গ ধরে
নবদ্বীপে সাধুরূপপে স্বয়ং কৃষ্ণ উদয় হলে
তার চন্দ্র বদন দেখলে পরে, বাবা বলে কোলে নিবে।।
সে-ত নয় আলা, গোক্ষুর, বেদের বধূ
ভেলকীতে দাঁত ভেঙ্গে দিবে, কুল কুণ্ডলিনী কাল নাগিনী
হুহুঙ্কারে উঠলো ক্ষেপে, তার মহাপ্রলয় কান্ড দেখে
মহা ভৈরব ভয়ে কাঁপে।।
আমার মন যতই পাপ করে থাক, সব নিবে সে সামাই করে
পাপ-পূর্ণের আর বিচার নাইরে, দয়াল প্রভূর অবতারে
রূপ দেশে যা-রে চলে, বলাই চাঁদের চরণ ধরে।।