মানা করি রাই রঙ্গিনী আর যমুনায় যাইও না–
কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না।।
হেরিবারে সদায় যারে করগো রাই ভাবনা–
সে যে তোমার কুলের কালি তারে কি রাই জানো না।
ঘরে বাদী নানদিনী বারে পরিজিনা–
ছাড়ো ধ্বনি রাই কামিনী কালার প্রেমে বাসনা।
ভাইবে রাধারমণ বলে–ছাড়া বিষম যন্ত্রণা
প্রেমের আঠা বিষম লেঠা ছাড়াইলে তো ছাড়া না।