লঘু ত্রিপদী
মানুষে আসিয়া, মানুষে মিশিয়া,
করিব মানুষ লীলে।
সেই ত সময়, পাইবা আমায়,
পুনশ্চ মানুষ হ’লে।।
আকার দেখিয়া, লইবা চিনিয়া,
বিশুদ্ধ মাধুর্য্য ভাব।
শুদ্ধ প্রেম রসে, তরাইব শেষে,
জগতের জীব সব।।
এতেক শুনিয়া, শোক সম্বরিয়া,
নিজ নিজ স্থানে যায়।
এ বাক্য বিধানে, প্রেমরস দানে,
জনম লভিতে হয়।।
গোলোকের নাথ, গোলোকের সাথ,
ওড়াকান্দি আগমন।
লয়ে ভক্তবৃন্দ, করে মহানন্দ,
লীলামৃত বরিষণ।।