মানুষে মানুষ রইয়াছে খুঁজে নেওয়া বড় দায়
মানিক চিনে দুই একজনে পাওয়া যায়না সব জায়গায়।।
মানুষ আছে প্রতি ঘটে দূরে নয় অতি নিকটে
ফুলের কলি যখন ফোটে ভ্রমর তাহার কাছে যায়।।
সময়ে ফুল ফুটবে সত্য জানতে পারলে গোপন তত্ব
গোড়াতে জল ঢাল নিত্য ধরবে কলি গাছের আগায়।।
মানুষ মানুষ সবাই বলে কৌশলে না মানুষ মিলে
আপনারই মন না দিলে মন-মানুষ না পাওয়া যায়।।
লাভের দেশে হইলে মানুষ ভাবের দেশে রইলে বেহুঁশ
কবি কহে কপালের দোষ দিন দূরের আশায়।।