মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় রে
তারে চোখ মেলে দেখলাম না একদিন-
সে যে কতো রূপে চেনা দিলো রে
তবু মানুষ রইলো রে অচিন।।
আমরা সুখদু:খ ভালোমন্দ
আরো শব্দ স্পর্শ রূপ রস গন্ধে কতো ভাবের ছন্দে
আমার আনন্দে কি নিরানন্দে
সমানভাবে থাকে সমাসীন।।
কাছের মানুষ দূরে রেখে
ঘুরে মরি একে বেঁকে নানা পথে ঠেকে
তারে নিকট থাকতে দূরে দেখে
দৃষ্টি আমার হয়েছে মলিন।।
বিষয় সম্পদ আমার বলে
তারে এড়ায়ে যেতে চাই চলে তবু সে নাহি ভোলে
সেযে কতো স্নেহে রাখে কোলে
তবু তার হলাম না অধীন।।
পাগল বিজয়ের অন্তরের কালি
গেলো এ জনমতো খালি খালি বয়ে ব্যথার ডালি
তোমার পুণ্যপরশ দিয়ো ঢালি
জীবন আমার সাধনবিহীন।।