মানুষ ছাড়া জগতে কিছু নাই
আগে পিছে উপরে নীচে
যে দিকে আমি ফিরে চাই।।
ধোঁকায় পড়ে বোকা সকল
কান্দে ধর্ম বিশ্বাসী
মুসলমানের মুসল্লীরা
হিন্দু ধর্মে সন্যাসী
ধর্ম মানতে মানতে আজ
হইলো যক্ষ্মা কাল
কর্ম লুপ্ত দেহ বিনাশ
বুঝিতে আর বাকি নাই
আগে পিছে উপরে নীচে
যে দিকে আমি ফিরে চাই।।
শত ধর্মের শত মত
আমি যাব কোন মতে
জন্ম হইতে আজ অবধি
পারলাম না তা বুঝিতে
উপরে কি নিচে আগে কি পিছে
বলাবলি মিছে
কে কবে খুজিয়া পাই
আগে পিছে উপরে নীচে
যে দিকে আমি ফিরে চাই।।
মসজিদে শিন্নি দিলাম
খাইবা তুমি আসিয়া
খাওয়ার ফাঁকে একটু সময়
দেখবো তোমায় বসিয়া
শিন্নি মানুষেই খাইলো
তব খোদা কই রইলো
মিছামিছি বেলা গেল
দেহ হইলো মাটি ছাই
আগে পিছে উপরে নীচে
যে দিকে আমি ফিরে চাই।।
ধর্ম ব্যবসা করে যারা
মূর্খ ওরা চিরকাল
জল বিহীন গগন মাঝে
নৌকা ছাড়া উড়ায় পাল
লও মানুষের ধুলি
ধর্মের কপালে কালি
মাতাল রাজ্জাক কয়
দেশে চলে আসি গেলে কিছু নাই।।