মানুষ লুকায় কোন শহরে।
এবার মানুষ খুঁজে পাইনে তারে।।
ব্রজ ছেড়ে নদীয়া এলো
তার পুর্বান্তরে খবর ছিল,
এবে নদে ছেড়ে কোথায় গেল
যে জান বল মোরে।।
স্বরুপ সেই রুপ দেখা
যেমন চাঁদের আভা,
এমনি মতো থাকে কোথা
প্রভু ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে।।
কেউ বলে তার নিজ ভজন
করে নিজ দেশে গমন,
মনে মনে ভাবে লালন
এবার নিজ দেশ বলি কারে।।