মানুষ হয়ে চিনলিনা মানুষ একি বিষম দায়।
কোন্ মানুষ তোর শ্বাসের পথে নিত্য আসে যায়।
মানুশ নিত্য আসা যাওয়া করে,
একুশ হাজার ছয়`বারে,
অজপার সঙ্গে ফিরে চিনা হল দায়।
ফানা ফিল্লা নদীর কুলে,
হৃদয় কদম্ব ডালে,
আসল মানুষ কুতুহলে ঢুলনি খেলায়।
রমেশ বলে হলেম মানুষ ঘর থাকেনা গেলে মানুষ
মানুষ হই চিনলেম না মানুষ শেষে কি উপায়।