মান ছেড়ে দাও ওগো রাধে
মান ছেড়ে দাও ওগো রাধে
কৃষ্ণ কেঁদে কেঁদে কয়,
কৃষ্ণ গেলে ইহকালে
তোমার কোন গতি নাই।।
কৃষ্ণের প্রতি মান করেছ
কোনটা মনে ভেবেছ
সেটা শুনতে চাই;
মানের গোড়া
যায় না ছেঁড়া
নিজগুণে কাটো রাই।।
যত কথা বলি আমি
বুঝে দেখ তুমি
ভালোর জন্য বলি সদায়;
আমার কথা
অমান্য করো না তা
বার বার তা কই তোমায়।।
ধনি মান ছেড়ে দাও
কৃষ্ণপানে স্বচক্ষে চাও
সে তোমার নিশ্চয়;
ফকির লালন বলে, বেহাল
করো চিরকাল
সে মানের দায়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….