মাবুদ আল্লার খবর না জানি
মাবুদ আল্লার খবর না জানি
আছে নির্জনে সাই নিরঞ্জন মনি।।
অতি নিগুম ঘরে বিরাজ করে সাঁই গুণমনি
তথা নাহি দিবা রজনী।।
যখন নাহি ছিল আছমান আর জমিন
অন্ধকারে হেমান্ত বাও বইছিল আপনি
সেই বাতাসে গায়বী আওয়াজ হলো তখনি
তা জানেন জগৎ জননী।।
সেই আওয়াজ ভরে ডিম্ব হয় শুনি
ডিম্ব ভেঙ্গে আছমান জমিন গঠলেন রাব্বানি
শুনি সাততালা আছমানের পরে রয়েছেন তিনি
আছে অচিন মানুষ অচিনি।।
সেই ডিম্বর খেলা আদমে খেলে
চেতন মুরশিদ চিনে ধরলে সে ভেদ জানাবে
পাঞ্জু বলে না ডুবিলে রতন কি মিলে, ডুবিলে হবি ধনি।।