মাবুদ মউজুদ খোদা এই দেহেতে রয়
কি বস্তু কি আকার সে যে, কর তার নির্ণয়।।
এই দেহের মালেক রব্বানা, কোন মোকাম তার বারামখানা
তার সাথে নাই দেখাশুনা, থেকে এক যায়গায়।।
প্রমাণ কালাম উল্লাতে, নাহনো আকরাম এক আয়তে
আছে বান্দার কালেবেতে আরোশ খোদার।।
বস্তু হাছেল হলে পরে, আকবরী হজ হয় তাহাতে
সাক্ষাতে রূপ সেজদা করে, বন্দেগী আদায়।।
বস্তু না হলে পরিচয়, চিনি বহা বলদেরই ন্যায়,
বহে বোঝা লজ্জত না পায় দুদ্দু তেমনি প্রায়।।