মারফতে খেলছে খেলা জিলানী
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
এলেমের দরিয়া আল্লাহ
বানাইয়াছে যারে
সারা জীবন ভাইসা বেড়ায়
দুঃখেরই সাগরে
নিজে আল্লাহ দয়া করে
দিছে যারে এলেমের সব খনি
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
বাগদাদে আছিলো এক ভণ্ড ফকির
বাঘ একটা শিক্ষা দিলো করিয়া যিকির
তারে তালিম দিলো শিক্ষা নিলো
বড় হইলো কাল বাঘিনী
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
ফকিরি করিত ভণ্ড ঐ বাঘে চড়িয়া
টাকা পয়সা খাইতো ফকির
বাঘের দোহাই দিয়া
খেলতো ফকির বাঘ লইয়া
এই ছিলো তার জীবনী
এমন আজব কান্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
একদিন বাঘেতে চড়িয়া ফকির
হইলো রওয়ানা
বড়পীরের বাড়িতে গিয়া
মাইরা বইছে হানা
আমি নিতে আইছি বাঘের খানা
আমায় কিছু দিবা নি
এমন আজব কান্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
তার কথা শুনে বড়পীর
মুচকি হাসি দিলো
সামনে একটা মরা গরু
দেখিতে পাইলো
তার কানে কানে কিযে কইলো
ফু দিলো এক আসমানী
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
পীরের কথা শুনে মরা গাই
গায়ে দিয়া ঝারা
আচমকাতে বাঘের ঘাড়ে
দিয়া বইছে পাড়া
বাঘের ঘাড়ে দিয়া পাড়া
চিবাইয়া খায় মুখখানি
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।
কাণ্ড দেখে ভণ্ডপীর হইলো অস্থির
জনমের মত ক্ষমা করো তুমি বড়পীর
মাতাল রাজ্জাকে কয় তার কিরে ভয়
পীর হইলো যার জিন্দানী
এমন আজব কাণ্ড বাঘের মুণ্ড
গরুতে খায় দেখছো নি।।