মালেক আল্লার আরশ
মালেক আল্লার আরশ কালেবেতে রয়
খুঁজে দেখলিনা মন হায়রে হায়
আছ কালেবেতে কালুবালা, কালাম উল্লায় জানা যায়।।
কুলবেল মুমেনিন বলে
কোরানে সাই খবর দিলে দেখানা দুই নয়ন খুলে
ছাব্বিশ ছেপারায়, চফিনাতে দেখে শুনে
ছিনার এলম লেহ জেনে ছিনার এলম ছফিনাতে,
জানবে কেন দীন কানায়।।
নবী আদম বারিতালা এক দমে হয় লীলা খেলা
দলিলে বলেছেন খোলা, রাছুল দয়াময়, নাফাকত ফিহে বলে
দেখনা হাদিছ দলিলে, দীন কানার কথায় ঘুরে মলে
পেড়পীড়ে মদিনায়।।
আঠার হাজার আল্লাহ আলম, আঠার মোকামে মিলন
আরশ কোরশ লওহ কলম, অজুদে সবায়, এই কালোব মালেক আল্লা
চেঁচালে পড়িবে গলা, পাঞ্জু তেমনি আলাঝালা
আছমানে চেয়ে খোদা চায়।।