যার আছে নেকির নিরূপণ, মালেক দরশন সেই পেয়েছে।
সে দূরবীন ধরে নজর করে, এক নাম ধরে বসে আছে।।
পূর্বে যার সাধন আছে, এ সকল ভেদ সেই জেনেছে।
সে পূর্ণিমার চাঁদ উদয় করে একজনে বসে আছে।।
সে বেদ বেদান্ত সব জানিয়ে, শমন ফাঁকি দিয়েছে।
মুর্শিদ চাঁদ দরবেশে বলে, মানুষ ধরলে মানুষ মিলে।।
সে মানুষের ঘর চিনিলে, সে জন ধরতে পারে
সে ভাবের গুরু আবের ছায়া, মানব রূপে বিরাজ করছে।।
আব-আতশ মিশাইয়ে, খাক-বাদ হিসাব করে
তিন জনে এক নাম জপে কোণে বসে
যে নামেতে জগৎ খাড়া, বলে ফকির চাঁদ দরবেশে।।