তোরে বলব কি; মায়া তেতুল গাছে
কোন সাহসে বাসা বেধে রলি।।
ঐ দেখ কাল ব্যাধে শর হানিল, তবু না তোর হুঁশ হল,
(পাখিরে) এই সময় মন উড়ে চল, নৈলে প্রাণ হারালি।।
গুরুকল্প-তরুমূলে বাসাঁ বাধ হরি বলে, (পাখিরে)
তবে শঙ্কা নাই তোর কোন কালে, কালের ভয় এড়ালি।।
ত্রিবেনী এক অছে, যাস না রে সেই নদীর কাছে,
তথায় মদনা চোরা ফাঁদ পেঁতেছে, বাঁধবে অমনি গেলি।।
প্রেম সাগরে নিস্কাম চরে, বেড়াও রে আনন্দ ভরে,
তথায় চড়া করা নীহার ধরে, ঘুচবে মনরে কালি।
আমার গুরু-গোঁসাইর পোষা পাখী, হৃদয় পিঞ্জরে থাকি,
এবার অশ্বিনী মন কর সুখী, বলে হরি বুলি।।