শোন্ বয়াতি, মায়ের উদরে ছিলেন যখন নামটি ছিল কি?
কোন্ পালি তার আসন ছিল, নামটি তখন জপছ কি?
আর কিসে হইল খোরস পয়দা, বাতের নামটি কি?
শুনি চব্বিশ চাঁদ-আদি চন্দ্র কিসে হইল,
-আলীর বাপের কি নাম?
কোন চান্দে হয় চান্দের খেলা,
কোন্ চান্দে হয়-কয় মোকাম?
দেহে আরও চারটি খান্ দান্ আছে,
-খান্ দানের কি নাম?
আরও আছে মক্কা ম’জিদ ঘর,
সে ঘরে আজান দেয় কোন পয়গম্বর?
তাই পাগল কানাই কয়,-সভায় এস বয়অতি বল তার সন্ধান।।
::দেহতত্ত্ব