মায়ের খবর শুনবি যদি হায়।
চিনে ধরগা মায়ের চরণ স্মরণ রেখো সর্বদায়।।
মায়ের মা হয় পিতার মা হবে সে হয়,
ফুল আকারে ছিল মাগো জান সে সময়।।
মা ডাইনে পিতা বামে মাতা, তিন আকার চিনা যায়।
মায়ের সাতটি জনম হয়েছিল, নাম জান না বলতে হল।।
প্রথম নাম ‘কামিনা’ বলো, দুয়েতে ‘জহুরা’ তাই।
তিনে ‘নূরী’ চারে ‘বরকত’ মা, পাঁচে ‘খাতুন’ ছয়ে ‘ফাতেমা’।।
সাতে ‘জিন্নাত’ নাম রাখিল, বেহেস্ত মায়ের নাম হয়।
ফকির চাঁদের এই বাণী, কুদরতে সব হয় তার গুণি।।