কে আনিলে আমার মায়ের চোখে জল?
মায়ের চরণতলে সকল, উপাসনার ফল।।
হামল বুরুজ হতে যেদিন প্রথম সূর্য্য উঠে
দেখতে মায়ের মুখের হাসি, সেই থেকে ফুল ফুঠে।
মায়ের পাক চরণে লুটে, জান্নাতের মহল।।
যুগেযুগে যত ওলী নবী পয়গাম্বর
জ্ঞানীগুণী সবার কাছে, মায়েরী আদর
সন্তানেরা মায়ের চাঁদর, রক্ষারই ফসল।।
মা আমার ত্বাহেরা বতুল খাতুনে জান্নাত
নবীজি দাঁড়াইয়া যাইতেন, মা এলে সাক্ষাত
হাশরে করিবেন নাজাত, উম্মতি সকল।।
আউয়াল আখেরে পবিত্র জাহির ও বাতিন
পাপতাপ নাশিনী যে মা তুলনা বিহীন
মাতৃভক্ত আমির উদ্দিন, মায়েরী পাগল।।