(প্রসাদী–একতালা)
মা আমার বড় ভয় হয়েছে।
সেথা জমা ওয়াশীল দাখিল আছে॥
রিপুর বশে চল্লেম আগে
ভাবলেম না কি হবে পাছে।
ঐ যে চিত্রগুপ্ত বড়ই শক্ত
যা করেছি তাই লিখেছে॥
জন্ম-জন্মান্তরের যত
বকেয়া বাকী জের টেনেছে।
যার যেমনি কর্ম তেমনি ফল
কর্মফলের ফল ফলেছে॥
জমায় কমি খরচ বেশি
তরবো কিসে রাজার কাছে।
ঐ যে রামপ্রসাদের মনের মধ্যে
(কেবল) কালীনাম ভরসা আছে॥