মা গো তারা ও শঙ্করী,
মা গো তারা ও শঙ্করী।
তুমি কোন অবিচারে, আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি।
মা গো তারা ও শঙ্করী।
একা স্বামী ছটা পেয়াদা,
বল মা কিসে সামাই করি,
একা স্বামী ছটা পেয়াদা,
বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে ওই ছটারে,
গরল খাইয়ে প্রাণে মারি।
মা গো তারা ও শঙ্করী।
কলাইতে স্থান নাই মা,
বল মা কি বা উপায় করি,
কলাইতে স্থান নাই মা,
বল মা কি বা উপায় করি|
ছিল স্থানের মধ্যে অভয় চরণ,
তাও নিয়েছেন ত্রিপুরারী।
মা গো তারা ও শঙ্করী।
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি,
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি।
রামপ্রসাদেরে দায় ঠেকায়ে,
বসে আছো রাজকুমারী,
প্রসাদেরে, মাগো আমার,
প্রসাদেরে দায় ঠেকায়ে,
বসে আছো রাজকুমারী।
মা গো তারা ও শঙ্করী।
[শ্যামা সংগীত]