মা মা ব’লে আর ডাকব না
মা মা ব’লে আর ডাকব না,
ও মা দিয়েছ দিতেছ কতই যন্ত্রনা।
মা মা বলে আর ডাকব না।
ছিলেম গৃহবাসী করিলে সন্ন্যাসী
আর কি ক্ষমতা রাখ এলোকেশী,
ছিলেম গৃহবাসী করিলে সন্ন্যাসী
আর কি ক্ষমতা রাখ এলোকেশী,
ঘরে-ঘরে যাব ভিক্ষা মেগে খাব
মা বলে আর কোলে যাব না,
মা মা বলে আর ডাকব না।
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে,
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা –
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে,
মা বিদ্যমানে এ দুঃখ সন্তানের
মা ম’লে কি আর ছেলে বাঁচে না,
মা মা বলে আর ডাকব না
মা মা বলে আর ডাকব না।
[শ্যামা সংগীত]