মিছা কেন ডাক রে কোকিল মিছা কোন ডাক।
এগো ভাঙ্গিয়াছ রাধার বিছানা তোমরা সুখে থাক।
আমডালে থাকা রে কোকিল নিম ডালে বাসা
এগো শূন্যে উড়, শূন্যে পড়, তোমার কি তামাশা।
অঙ্গ কালা বস্ত্ৰ কালা, শিরে জটাজুটা
এগো তেকেনে করিলাম পিরিতি রাধা জিতে মরা।
স্থির করো মন গো রাধে শান্ত কর মন
এগো কাগজে আঁকিয়া কৃষ্ণ দেখাইমু এখন।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
এগো আমি রাধা মরিয়া যাইমু কৃষ্ণহারা হইয়া।