(তাল-ঝাপ)
মিছে মায়ার কান্না কাঁদলে কি হবে,
দেখ মন সব ফেলে যেতে হবে,
সময় থাকতে সম্বল নেও করি।
মন তোর সকল অসার মায়ার সংসার হে,
যত ভ্রাতা আর পুত্র নারী।।
১। মায়ার রাজ্যে বসত কর, মায়ার কান্ন কেঁদে মর,
হনি নামে ঝরে না বারি।
ঐ মায়ার রাজত্ব, মেয়ে, পুত্র হে,
হল কূহলিনী পায়ের বেড়ি।।
২। যে খেলঅ খেলিতে এলি, মায়ার ছলে ভুলে গেলি,
সে খেলা তোর পিছে রয় পড়ি।
কর মায়ার খেলঅ, ঘটবে জ্বালা হে,
যে দিন যাবিরে যমের বাড়ি।।
৩। পূর্ব্বের কথা ভুলে গিয়ে, মায়ার খেলায় মত্ত হয়ে,
স্থুলের কথা করলি রে চুরি।
বলছ সপ্ত মাসে, স্থুলের দেশে হে,
রলি সে কথা কেন ভূল করি।।
৪। সপ্ত মাসে মায়ের উদরে, এলি হরির সাথে সত্য ক’রে,
নাম নিবি তুই এ জনম ভরি।
হয়ে সত্য ভ্রষ্ট হলি নষ্ট হে,
এখন কু-পথে বেড়াও ঘুরি।।
৫। আদিত্য কয় বলি তোরে, গুরুর দেহ এমনি করে।
বৃথা কাজে দিলি ক্ষয় করি।
হরি গোসাই বলে, মায়ার ভুলে হে,
দীনা কাঁদলি দিন বিভাবরী।
…………………………..
লোকশিক্ষা
রাগিনী-উরুশেন