মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন
রাম রহিম কৃষ্ণ করিম মুলেতে এক জন।।
আহাম্মদে আহাদ পাওয়া আহাম্মদে আহাদ হওয়া
মনসুরে আনাল হক সৈই কথার কারণ।।
দেখবি সেই পর্দার ভিতর, গাউছুল আজম বিরাজ করে
গুপ্ত খবর ব্যক্ত করে খেলে মাওলা ধন।।
ফানা ফিল্লা গুলির চোটে সত্তর হাজার পর্দা ফাটে,
সচক্ষু ফুটে ভ্যাগ্য জুটে মাওলার দরশন।।
রমেশ কয় বাবা ভান্ডারী, পর্দা উঠাও দয়া করি,
হেজবুল আকবরে পরি গেল এই জীবন।।