(বিয়ের গান—রূপসীব্রত)
মিলিয়া সব সখীগণে
ভৈনালা করিতে আইলা রূপসীর সনে।।
জল দিয়া শ্রীচরণ করিয়া মার্জনা
ললাতে সিন্দুরের ফোঁটা দিলা জনে জনে।
চিড়াগুড়া খৈ ডিম্ব আনিলা যতন
সযতনে আনি দিলা রূপসীব স্থানে।
তাম্বুল কর্পূর চিড়া আনিলা যতনে
গলাগলি করিয়া বদল করিলা দুইজনে।।
দণ্ডবৎ করিয়া বর সাজাইন সখীগণ
রমণ বলে মনের বাঞ্ছা হবে রে পুরণ।।