কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে।
কি করা যায় উপায় বুদ্ধি
মিলে না আর বিচারে।।
সুদখোর ঘুষখোর মজুদদারে
দালাল টাউট বাটপারে
আগুন দিয়াছে মোদের ঘরে
তারা হয়েছে বাবু
গরীবকে করেছে কাবু
বিনয়ে মানে না তবু
মরারে আরও মারে।।
দিন হতে দিন আসে কঠিন
এইভাবে আর বাঁচব কয়দিন
আবদুল করিম ভাবতেছে অন্তরে
হয়ে গেলাম নিরুপায়
দুঃখের বোঝা বাড়ছে সদায়
পড়েছি শয়তানি ধোঁকায়
তিন শয়তানের বাজারে।।