ভক্তিকে যে তুচ্ছ করে, মুক্তি করে শ্রেষ্ঠ
হরিণামে পাপ খন্ডে, ব্যাখ্যা করে সেই দুষ্ট।।
মাঘে প্রয়াগে করলে স্নান, কোটি কন্যা করলে দান,
সুমেরু সুবর্ন দান, নাম হতে অতি নিকৃষ্ট।।
ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বরে, নামের গুণ না বলতে পারে
হরিণামে কি ফল ধরে, কে তাহার নির্দিষ্ট।।
কোটীতীর্থ করলে ভ্রমন, কল্পন্তর করলে যোগ সাধন,
নামের তুল্য না হয় কখন, ভাগবতে বলে স্পষ্ট।।
সত্যভামা করি ব্রত, পেয়েছিল কিঞ্চিত তথ্য,
হরি হতে নাম মাহাত্ম্য, ওজনেতে হল শ্রেষ্ঠ।।
তারকচাঁদের এই ভারতী, হরিনামে হল আর্তী
ঘটিবে প্রেম মধুর রতি, অশ্বিনী তোর দুরদৃষ্টি।।