মুক্তি কিসে হবে গো জীবের ভক্তি বিহনে,
ভক্তি হইছে অমূল্য ধন গুরুর কাছে লওগা জেনে।
গুরু হয় জ্ঞানের দাতা, সে জানে মর্ম ব্যথা,
গুরু বিনে আর কে জানে?
-ও দেহ মন সঁপিলে, আমার মন, পাইবা সেই দিনে।
আরও তিন মনেরে এক মন করা,
সামান্য নয় সে বিষয় লেঠা,
এক মনের ফের ছয় পাঁহারী
কাওড়া বাজায় মদনা বেটা,
তসিলদার হচ্ছে মদন, অমূল্যধন হরে নিছে মালের কোটা,
মদনকে না চিনলে ঘুরবে না আর ফেরের কাঁটা।
তাই পাগল কানাই কয়, ভবে আইসে
ওকি কাম করলি মন,
তোমার এই ভাবে দিন যাবে না,
ও দিন থাকতে ভজ রে গুরুর চরণ।।
:: গুরুতত্ত্ব