মুখে পড় রে সদায় লা ইলাহা ইল্লাল্লা
আইন ভেজিলেন রাসূলউল্লা।।
নামের সহিত রূপও
ধিয়ানে রাখিয়া জপ,
বে নিশানায় যদি ডাক
চিনবি কিরূপ কে আল্লা।।
লা শরীক জানিয়া তাকে
পড় কালাম দেলে মুখে,
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নূর তাজেল্লা।।
লা ইলাহা নফি সে হয়
ইল্লাল্লা সেই দীন দয়াময়,
নফি এজবাত যাহারে কয়
সেহি তো এবাদত উল্লা।।
বলেছে সাঁই আল্লা নূরী
এই জেকেরের দরজা ভারি,
সিরাজ সাঁই তাই কয় পুকারি
শোন রে লালন বেলিল্লা।।