মুরশিদের খেদমতে রুজু যারা
জানতে পারে পুশিদাতে অধর ধরা।।
মুরশিদের যে রূপ হয়, খোদা রূপ সেই রূপে নির্ণয়
আকারে সাকার রূপ রয়, স্বরূপে রূপ নেহারা।।
আলি নবী হাসান হোসনে, ফাতেমা জোহরা খাতুন
আল্লার কাছে এই পঞ্চতন, নূর ছেতারা।।
লাল জরদ ছিয়া ছফেদ কয়, চার রঙ্গেতে রং মহাল তায়
আয়না মহল কাজল ফোটায়, স্থির বিজরী পারা।।
কি বস্তু নূর কি বস্তু নীর কয়, নূর নীরের পাত্র কি নির্ণয়
নূর নীরের সাধন কি রূপ হয়, দুদ্দু কয় জানে তারা।।