মুর্শিদের আগুনে যেই জন, পোইড়া হইছে ছাঁই।
তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই।।
আল্লাহর পোড়া দেহ মাটি, পীরের পোড়ায় হইয়া খাঁটি
উজান চলে যায় না ভাটি, কোরান কয় তার মরণ নাই।।
মানুষ ছাড়া অন্য জাতে, ঠিক থাকে কি পীরের পোড়াতে
এমন সৃস্টি এই জগতে, আর কিছু না দেখতে পাই।।
মুখে দোযখ বুকে জান্নাত, পীরের পায়ের নিচে আছে তার পথ
যারে মুর্শিদ সেই হাকিকত, নিজ গুণে দান করে তাই।।
কর্ম করে পাবে যে তা, আমার বিশ্বাস হয় না কথা
হাসানের নাই এই ক্ষমতা, ইশ্রাইল শাহর মন যোগায়।।