চার কালেমার রং ধরিয়া, মুর্শিদ তোমার এলো।
পীর এলো তারে, ধরো সময় চলে গেলো।।
কালেমা তৈয়্যবের ভিতর, পীর মুর্শিদের খেলা
আল্লাহ বলেন আমার কোন, শরিক নাই একেলা
নামের সাথে নাম মিসাঁইয়া, কারে পাঠাইল;
তাঁর নূরে দুনিয়া সৃজন, কেমন কইরা হইলো
যে দেখিলো রাসুলকে, সে আল্লাহকে দেখিলো।।
আশহাদোয়া লা-ইলাহা, কি দেখিয়া কয়
কালেমা শাহাদাত এইটা, কিসের স্বাক্ষী দেয়
না দেখিয়া মিথ্যা স্বাক্ষী, দিবার আদেশ নাই;
নিরাকারে আছেন আমার, আল্লাহ মালেক সাঁই
পীরের হাতে ইয়াদ আল্লাহ, চোখের পর্দ্দা খোল।।
তৌহীদি কালেমার আছে, ঈমামুল মোত্তাকিন
তামজিদে হইয়া গেলো, খাত্তামুন নবীন
চার কালেমায় স্বাক্ষী দিলো, খতম নবুয়াত;
বেলায়াতে আছে আমার, ইশ্রাইল শাহর হাত
সেই হাতের উছিলায় হাসান, আল্লাহকে দেখিলো।।