ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল।
এ সংসারে তারে চিনা না রে গেল।।

চার যুগে সে রয় গোপনে
দেখা নাই কারো সনে
ব্রক্ষ্মা বিষ্ণু না পায় ধ্যানে
মনিগণে ঘুরে ম’ল;
নূরনবীকে মেহের করে
আপনি দিদার দিল।।

ইঞ্জিল তৌরাত জব্বুর কোরআন
চার কিতাব করলেন ছোবহান
কোনটা তার করলেন নিশান
তার প্রমান জগতে কি রল;
সে কখন কোন ধিয়ানে থাকে
কিছুই না জানা গেল।।

সাধুর জবানে শুনি
ধরাতে আছেন ধনী
কথা কয়না গুনমনি
চেনা বিষম দায় হল;
ভেবে লালন বলে মলেম ঘুরে
মানব জনম অসার হল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!