মুর্শিদ ধরিও কাণ্ডার।
অবুঝ বালকের নৌকা ডুবিব তোমার।।
আমার নৌকায় তোমার বেসাত ধরছি পাড়ি আমি
নৌকা ডুবি বেসাত গেলে কলঙ্কিনী তুমি।।
আমার নৌকা ভব সায়রে তুমি নিজ ঘর
দিল দুর্বিনের আয়না ধরি রাখিও নজর।।
ধন্য বাপের বেটা যেই শত গুণ তার
বাপের ধনের বেটা মহাজন রংপুরের বাজার।।
স্বামীর মাঝে নারীর বেসাত নারীর মাঝে স্বামী
তোমার মাঝে আমি মুর্শিদ আমার মাঝে তুমি।।
চন্দ্র চড়ির মধুর ভাণ্ডার ভরিয়া থইছো ঘরে
বেপারী দেখিয়া বাট নাম রউক সংসারে।।
হযরত শাহা আব্দুল লতিফ নিজের বেসাত দিয়া
পাগল আরকুমের নৌকা দিয়াছেন ভাসাইয়া।।