মূলের ঠিক না পেলে
সাধন হয় কিসে,
কেও বলেরে শ্রীকৃষ্ণ মূল
আবার কেউ বলে মূলব্রক্ষ সে।।
ব্রক্ষ ঈশ্বরে দ্বৈত লেখা যায়
সাজবস্ত্র উঁচানিচা কে কয়,
তারেও তো করিতে হয়
সেই দিশে।।
কোথা যাই কিবা করি
বোলে বেড়াই গোলে হরি,
লালন কয় জানতে নারি
তাইতে বেড়ায় মন ভেসে।।