মেরাজে আল্লার সনে
মিলন হলেন নবী, আরশ ভুবনে।।
হস্ত পদ নাইকরে যার, হাদিছে করেন প্রচার
তবে গলে গলে তাহার, মিলিল কেমনে।।
পুরুষ হয় কি মালেক রাব্বানা, নবী কি হলেন জানানা
মিলন হলেন এই দুই জনা, নূর দেহে কি আদম তনে।।
আকার শূন্য দেহ নাই যার, আশক অনল হয় কিসের পর
সিংহাসনে বসে কে তার, আকার শূন্য যেহি জনে।।
আকারে মাশুক গমে রয, আশেকেতে সে রূপ ধিয়ায়
লালন সা কয় ভেদ কি পায়, দুদ্দু ছফিনাতে দেখে শুনে।।