মোরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলি
মোরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলি।
গৌর বলে হরি বলতে
শুনতে পাই তো সকলই।।
শুধাই যদি কোনোজনও
বলে আমি নই চৈতন্য,
সে বাক্য হলে অমান্য
কই থাকে গুর প্রনালী।।
গুর বাক্য লঙ্ঘাইলে
আন্দাজি পন্ডিত হলে,
নিকাশী ফাঁস বাঁধবে গলে
জেনে শুনে কেন ভুলি।।
চৈতন্য চেতন সদাই
জন্মমৃত্যু তাঁর কিছুই নাই,
লালন ভাবে সে মূল কোথায়
কেন বাঁধাই গোলমালই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….