মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল গুরুজী
মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো।।
বানাইয়া রংমাল ঘর অঙেগ অঙ্গে জোড়া
নব কোঠায় জ্বলছে বাত্তি ষোলজন পারা।।
লাভ করিতে আইলাম ভাবে লইয়া সাউদের ধন
পড়িয়া কামিনীর ফেরে হারাইলাম রতন।।
কত কত সাধুজনা গাঙেগ বাইয়া যায়
রঙের নিশান পাল টানাইয়া–প্রেমের বৈঠা বায়।।
সৰ্প হইয়া দংশো গুরু উকা হইয়া ঝাড়ো–
মরিলে জিয়া ইতায় পারো যদি দয়া ধরো।।
কহে হীন রাধারমণ অঙ্গ ঝর বার
ভবার্ণব তারিয়া যাইতে কিঞ্চিত দয়া ধরো।