ময়ূররুপে কে গাছের পরে
দুই ঠোটে তসবি জপ করে।।
গাছের গোড়ায় করিম রহিম শুনি
গাছের নাম রেখেছেন সাঁই রব্বানী,
গাছের ছারটি শাখা, দেখতে বাঁকা
কোন শাখায় কোন রঙ ধরে।।
তিপ্পান্ন হাজার সেই গাছের নাম
সেই নামটি হয় মারফতি মোকাম,
ডাকলে একনাম ধরে, জীবের যতো পাপ হরে
সাধ্য কি জীবে এতো পাপ করে।।
সওর লাখ আঠারো হাজার দল
নাম নিতে গেলো এতোকাল,
সিরাজ সাঁই বলছে, লালন এসে
কি করলী ভবের পারে!!