ময় মুরব্বি পীরও ওস্তাদ, এই ভক্তিটা তারা পায়।
মুর্শিদেরে ভক্তি করো, তাজীমি সেজদায়।।
মুর্শিদের কলবে আল্লাহ, নিজেই করে বাস
দয়াল তোমার সত্য মুমিন, রাখিও বিশ্বাস
হায়রে দয়াল নবীর গন্ধ আছে, তোমারো মুর্শিদের গায়।।
পীর মানে হয় বহুদর্শী, অনেক কিছু জানে
মুর্শিদ মানে পথ প্রদর্শক, তাইতো সবায় মানে
নায়েবেতে রাসুল আল্লাহ, নবীজির হাদীসে কয়।।
নবুয়তের পরে, আসলো বেলায়েত
পীর আউলিয়া দিতে আছে, কলেমার দাওয়াত
হাসানের কালেমার দাওয়াত, দিলো খাজা ইশ্রাইল শাহ।।