যখন আলোটি নিভিয়া যাবে
আঁধার হইবে বিশ্ব,
এ ব্রহ্মাণ্ডে কে কার গুরু
কে কার বল শিষ্য।।
সবার গুরু সেই ভগবান
আনে নেয়, যে বিশ্বের পরান,
অণু পরমাণু সবাই সমান
দেখিতেছ যত দৃশ্য।।
দেখ নাই তাঁরে কি বুঝিবে আর
ভুলেও ভাব নাই কেমন আকার,
(এই) অনন্ত রূপের নাই
পারাবার শান্ত মধুর দাস্য।।
বিহরৈ সদা খণ্ডে খণ্ডে
পরম ব্রহ্ম এই ব্রহ্মাণ্ডে,
পলকে পলকে
দণ্ডে দণ্ডে মধুর মধুর হাস্য।।
দিন যায় (মন) ভাব সেই গুরু
তাঁর এক নাম বাঞ্ছাকল্পতরু,
ভবা কয়, (মন) কেন
এত ভীরু হও তাঁর মত ভীষ্ম।।